• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কেন্দ্রীয় ব্যাংক বাড়াল আমদানি মূল্য পরিশোধের সময়সীমা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৯, ২০২৫, ১০:৫২ এএম
কেন্দ্রীয় ব্যাংক বাড়াল আমদানি মূল্য পরিশোধের সময়সীমা

ঢাকা: পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে শিল্পের কাঁচামাল এবং কৃষি উপকরণের আমদানি মূল্য পরিশোধের সময়সীমা সম্প্রতি বাড়িয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। এই উদ্যোগের মাধ্যমে চলমান ডলার সংকটে আমদানিকারকরা বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে আমদানি বিলম্বিতভাবে মূল্য পরিশোধের সুযোগ পাবেন।

সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ (এফইপিডি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বে ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ এবং রাসায়নিক সারসহ শিল্পের কাঁচামাল আমদানি এবং সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় বিলম্ব মূল্য পরিশোধের সীমা ১৮০ দিন নির্ধারিত ছিল। এবার সেই সীমা ৩৬০ দিন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই নিয়ম চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

নির্দেশনার লক্ষ্য হলো আমদানি কার্যক্রমে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দেশের অভ্যন্তরীণ পণ্য সরবরাহে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হওয়া। তবে লক্ষ্য রাখতে হবে, রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে নেওয়া ঋণের আওতায় আমদানি ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।

এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব বৈধ বৈদেশিক মুদ্রার ডিলারদের প্রধান কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ওএফ

Wordbridge School
Link copied!