• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সরবরাহ স্বাভাবিক তবুও অস্বস্তি সবজি বাজারে


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৯, ২০২৫, ১২:০৭ পিএম
সরবরাহ স্বাভাবিক তবুও অস্বস্তি সবজি বাজারে

ঢাকা: বৃষ্টি জনিত আবহাওয়ার কারনে সবজির উৎপাদন কিছুটা কম হলেও বাজারে সব ধরনের সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। এরপরও গত এক সপ্তাহে কোন কোন সবজির দাম ছুঁয়েছে ১০০ টাকার ঘর। নিত্য প্রয়োজনীয় এ সবজি কিনতে সংসারে টানাপড়েন বেড়েছে স্বল্প আয়ের মানুষের।

শুক্রবার (২৯ আগস্ট)  নিত্য পণ্যের বাজারে এমন চিত্র দেখা গেছে। 

সবজির দামে বড় ধরনের ফারাক লক্ষ্য করা গেছে পাইকারি এবং খুচরা বাজারে। পাইকারিতে ৪০ টাকার পটল, ৭০ টাকার করোলা মাত্র ১০ কিলোমিটার দূরে বিক্রি হচ্ছে ৬০ ও ১০০ টাকায়। অন্যান্য সবজির ক্ষেত্রেও একই অবস্থা। পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে প্রতি কেজি সবজিতে ব্যবসায়ীর লাভ ২০ থেকে ২৫ টাকা।

এদিকে, বাজারে দাম বেশি হলেও কৃষকের ভাগ্যে লাভের অংশ জোটে সামান্যই। ব্যবসায়ীদের হাতেই থেকে যায় লাভের বড় অংশ। কৃষকের অভিযোগ, ৪২ কেজিতে মন দেওয়ার পরও ঠিক দাম পান না তারা।

পাইকারি ও খুচরা বাজারের দামের এমন পার্থক্য নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের শক্ত নজরদারি প্রয়োজন বলে মনে করছেন ভোক্তারা।

ইউআর

Wordbridge School
Link copied!