• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাত মাস পর কারাখানা খুলেছে সাফকো স্পিনিং, বেড়েছে শেয়ার দর


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ২, ২০২৫, ০১:০০ পিএম
সাত মাস পর কারাখানা খুলেছে সাফকো স্পিনিং, বেড়েছে শেয়ার দর

ঢাকা : দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলস লিমিটেডের কারখানায় উৎপাদন কার্যক্রম টানা সাত মাস পর পুনরায় শুরু হয়েছে। এই সময়ের মধ্যে কোম্পানিটি দফায় দফায় কারখানা বন্ধের সময় বাড়িয়েছে। অবশেষে গত ৩১ আগস্ট থেকে কোম্পানির উৎপাদন পুনরায় চালু করেছে। এ খবরে আজ সর্বোচ্চ বেড়েছে কোম্পানির শেয়ার দর। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।

ডিএসইর একটি পরিদর্শক দল চলতি বছরের ৩ ফেব্রুয়ারি কোম্পানিটির কারখানা পরিদর্শনে গেলে এটি বন্ধ দেখতে পায়। প্রথমবার এই বন্ধের তথ্য কোম্পানিটি স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ কিংবা বিনিয়োগকারীদের মূল্য সংবেদনশীল (পিএসআই) তথ্য দিয়ে জানায়নি। নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানি তার উৎপাদন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিলে তা স্টক এক্সচেঞ্জ এবং পিএসআইয়ের মাধ্যমে বিনিয়োগকারীদের জানাতে হয়। কোম্পানিটি এক্ষেত্রে আইনের লঙ্ঘন করেছে।

ডিএসইর পরিদর্শন দলকে পরে গত ১২ ফেব্রুয়ারি কোম্পানিটি জানায়, তাদের কারখানা ১ ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতে লোকসান কমাতে উৎপাদন বন্ধ রাখা হয়েছে এবং বন্ধ থাকবে দুই মাস বা ৩১ মার্চ পর্যন্ত। ওই দফায় মেয়াদ শেষ হলেও উৎপাদন শুরু করেনি কোম্পানিটি। আরেক দফায় দুই মাস বাড়িয়ে মে পর্যন্ত, তৃতীয় দফায় আড়াই মাস বাড়িয়ে ১৬ আগস্ট পর্যন্ত এবং চতুর্থ দফায় দুই সপ্তাহ বাড়িয়ে ৩১ আগস্ট থেকে উৎপাদন শুরু করার ঘোষণা দেওয়া হয়। সবশেষ চতুর্থ দফার মেয়াদ শেষে কোম্পানির কারখানা চালু করা হয়েছে।

বর্তমানে জেড ক্যাটাগরিতে থাকা এই কোম্পানিটি টানা দুই বছরের বেশি সময় ধরে লোকসানে রয়েছে। এই কোম্পানির মোট শেয়ার মালিকানার প্রায় ৬৩ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। বড় ঘাটতিতে কোম্পানির রিজার্ভে।

এদিকে কোম্পানির কারখানায় উৎপাদন শুরুর খববে মঙ্গলবার বেলা পৌনে একটা পর্যন্ত ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ০৪ পয়সা পর্যন্ত বেড়েছে। এসময় পর্যন্ত প্রায় ১০ শতাংশ বা ১ টাকা ৪০ পয়সা বেড়ে শেয়ারদর ১৬ টাকা ২০ পয়সা হয়েছে। কোম্পানিটির শেয়ারের কোনো বিক্রেতাও ছিল না।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!