• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেয়ারবাজারে ফিরেছে আরও সাড়ে ৯ হাজার কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৬, ২০২৫, ১১:৩২ এএম
শেয়ারবাজারে ফিরেছে আরও সাড়ে ৯ হাজার কোটি টাকা

ঢাকা : বিদায়ী সপ্তাহে দেশের শেয়ারবাজারে মূল্যসূচক ও বাজার মূলধনের বড় উত্থান হয়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের গতি। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা বেড়ে গেছে। 

সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২৭ হাজার ৭৯২ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ১৮ হাজার ৩৫৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ৪৩৬ কোটি টাকা বা এক দশমিক ৩১ শতাংশ।

গত সপ্তাহর ডিএসইতে লেনদেনের গতিও বেড়েছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে এক হাজার ২৯৮ কোটি ৩৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় এক হাজার ১৪৫ কোটি ৯১ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৫৩ কোটি ৪৩ লাখ টাকা বা ১৩ দশমিক ৩০ শতাংশ।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে বেড়েছে ৯৬ দশমিক ৩৩ পয়েন্ট বা এক দশমিক ৭৫ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১৪২ দশমিক ৯৯ পয়েন্ট বা ২ দশমিক ৬৬ শতাংশ। তার আগের সপ্তাহে বাড়ে ২৪ দশমিক ৭১ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৬ শতাংশ। অর্থাৎ তিন সপ্তাহের ব্যবধানে প্রধান মূল্যসূচক বেড়েছে ২৬৪ দশমিক শূন্য ৩ পয়েন্ট।

অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ২৫ দশমিক ৭৭ পয়েন্ট বা এক দশমিক ১৯ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৬৭ দশমিক ৫৫ পয়েন্ট বা ৩ দশমিক ২৩ শতাংশ। তার আগের সপ্তাহে বাড়ে ১৫ দশমিক ৬২ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ।

এছাড়া ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ২২ দশমিক ৮৬ পয়েন্ট বা এক দশমিক ৮৯ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ২৬ দশমিক ৮৬ পয়েন্ট বা ২ দশমিক ২৮ শতাংশ। তার আগের সপ্তাহে বাড়ে ১৭ দশমিক ১৭ পয়েন্ট বা এক দশমিক ৪৮ শতাংশ।

পিএস

Wordbridge School
Link copied!