ফাইল ছবি
ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর কর্মকর্তাদের জন্য আয়োজিত বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) কর্তৃক এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ফল প্রকাশ করা হয়।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৮৮ শতাংশ উত্তীর্ণ হয়েছেন। বাকি ১২ শতাংশ অনুত্তীর্ণ কর্মকর্তাদের জন্য সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শেষে পুনর্মূল্যায়নের ব্যবস্থা করা হবে।
ব্যাংক কর্তৃপক্ষ মনে করছে, এ উদ্যোগ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসএইচ







































