• ঢাকা
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিনিয়োগকারীদের সাথে স্টেকহোল্ডারদের বিরোধ নিষ্পত্তিতে বিএসইসির দুই বিধিমালা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৮, ২০২৫, ১২:৫৭ পিএম
বিনিয়োগকারীদের সাথে স্টেকহোল্ডারদের বিরোধ নিষ্পত্তিতে বিএসইসির দুই বিধিমালা

ছবি : সংগৃহীত

ঢাকা : দেশের শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সাথে স্টক ব্রোকার, স্টক ডিলার, ইস্যুয়ার কোম্পানির মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে দুইটি বিধিমালার অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

বিধিমালা দুটি হলো- ‘ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ডিসপিউট) রেগুলেশনস, ২০২৫’ এবং ‘চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (স্যাটলমেন্ট অব ডিসপিউট) রেগুলেশনস, ২০২৫’।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্ব অনুষ্ঠিত ৯৭৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, কমিশন সভায় নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের মধ্যে ‘ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ডিসপিউট) রেগুলেশনস, ২০২৫’ এবং ‘চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (স্যাটলমেন্ট অব ডিসপিউট) রেগুলেশনস, ২০২৫’ এর অনুমোদনের বিষয়টি রয়েছে। এখন বিধিমালা দুটি সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে পাঠানো হবে। স্টক এক্সচেঞ্জের উদ্যোগে সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে তা কার্যকর করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বিনিয়োগকারীদের সাথে স্টক ব্রোকার, স্টক ডিলার, ইস্যুয়ার কোম্পানিসমূহের মধ্যে সৃষ্ট বিরোধ বা অভিযোগ উল্লেখিত প্রবিধানমালার আওতায় মধ্যস্থতা ও সালিশি এর মাধ্যমে নিষ্পত্তি করা যাবে। এর ফলে বিনিয়োগকারীদের সাথে স্টক ব্রোকার, স্টক ডিলার, ইস্যুয়ার কোম্পানিসমূহের মধ্যে সৃষ্ট বিরোধসমূহ জটিল ও সময়সাপেক্ষ আইনি প্রক্রিয়া ও এনফোর্সমেন্ট কার্যক্রম ছাড়াই অধিকতর দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি বা সমাধান হবে।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!