• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা বাড়লেও কমেছে লভ্যাংশ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৪, ২০২৫, ০১:০৯ পিএম
মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা বাড়লেও কমেছে লভ্যাংশ

ফাইল ছবি

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত মাগুরা মাল্টিপ্লেক্সের পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ৬৯ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর শেয়ারহোল্ডারদের দেওয়া হবে ৩১ শতাংশ। যে কোম্পানিটির আগের অর্থবছরের তুলনায় মুনাফা বাড়লেও কমেছে লভ্যাংশ।

মঙ্গলবার (০৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মাগুরা মাল্টিপ্লেক্সের ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ৩.৬০ টাকা হিসেবে ১০ কোটি ৬৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১১ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১.১০ টাকা করে মোট ৩ কোটি ২৬ লাখ টাকা বা মুনাফার ৩০.৫৮ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ৭ কোটি ৪০ লাখ টাকা বা ৬৯.৪২ শতাংশ কোম্পানিতেই রেখে দেওয়া হবে।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় কোম্পানিটির শেয়ারপ্রতি ২.৫২ টাকা হিসেবে ৭ কোটি ৪৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। এরমধ্যে থেকে ১৪ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১.৪০ টাকা করে মোট ৪ কোটি ১৪ লাখ টাকা বা মুনাফার ৫৫.৫০ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করে। বাকি ৩ কোটি ৩২ লাখ টাকা বা ৪৪.৫০ শতাংশ কোম্পানিতেই রেখে দেওয়া হয়।

মাগুরা মাল্টিপ্লেক্সের আগের অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে ৪৩ শতাংশ মুনাফা বেড়েছে। কোম্পানিটির আগের অর্থবছরের ২.৫২ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৪-২৫ অর্থবছরে হয়েছে ৩.৬০ টাকা। তারপরেও কোম্পানিটির পর্ষদ আগের বছরের ১৪ শতাংশ লভ্যাংশ ২০২৪-২৫ অর্থবছরে কমিয়ে ১১ শতাংশ ঘোষণা করেছে।

উল্লেখ্য, ১৯৯০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মাগুরা মাল্টিপ্লেক্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ২৯ কোটি ৬০ লাখ টাকা। এ কোম্পানিটির ৩ নভেম্বর শেয়ার দর দাঁড়িয়েছে ৯৬.৭০ টাকায়।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!