• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বীমা কোম্পানির চেয়ারম্যান-সিইওদের নিয়ে বিআইএ’র বৈঠক


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৪, ২০২৫, ০৩:৪২ পিএম
বীমা কোম্পানির চেয়ারম্যান-সিইওদের নিয়ে বিআইএ’র বৈঠক

ফাইল ছবি

ঢাকা: বীমা কোম্পানিগুলোর বর্তমান অবস্থা, নীতিগত সমস্যা ও চলমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য আগামী বুধবার (৫ নভেম্বর) চেয়ারম্যান ও মুখ্য নির্বাহীদের নিয়ে বৈঠক ডেকেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)। এতে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি সাঈদ আহমেদ।

বিআইএ’র সেক্রেটারি মো. ওমর ফারুকের স্বাক্ষরিত বৈঠক সংক্রান্ত এক নোটিশ গত রোববার (২ নভেম্বর) দেশের সব বীমা কোম্পানির চেয়ারম্যান ও মুখ্য নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। নোটিশে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সূত্র মতে, বৈঠকে বীমা আইন সংশোধন, ইউনিফায়েড মেসেজিং প্লাটফর্ম (ইউএমপি) বন্ধ, নন-লাইফ বীমা খাতে অধিক কমিশন রোধ এবং লাইফ বীমা খাতে গ্রাহকের দাবি নিষ্পত্তি। এই বিষয়গুলোকে কেন্দ্র করে আলোচনা হতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বীমা আইন সংশোধনের প্রস্তাবটি।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট আইডিআরএ সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে বীমা আইন সংশোধনের প্রস্তাব দেয়। প্রস্তাবে পরিবারের সংজ্ঞা, পরিচালনা পর্ষদের গঠন, চেয়ারম্যান নির্বাচন ও বীমা কোম্পানির তদন্তে আইডিআরএ’র ক্ষমতা বাড়ানোর বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়। এসব প্রস্তাবকে কেন্দ্র করে বীমা খাতে অস্বস্তি দেখা দেয়।

বিআইএ’র পক্ষ থেকে জানানো হয়, অল্প সময়ে আইন সংশোধন সম্ভব নয় এবং এটি নিয়ে গভীর গবেষণার প্রয়োজন রয়েছে। সংগঠনটির মতে, খাতের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, গ্রাহক আস্থার পুনরুদ্ধার এবং নন-লাইফ বীমায় অতিরিক্ত কমিশন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়াই এখন অগ্রাধিকার পাওয়া উচিত।

খাত সংশ্লিষ্টরা মনে করেন, আইডিআরএ’র অনেক কর্মকর্তা সরকারি প্রশাসন থেকে আসায় বীমা খাতের জটিলতা সম্পর্কে তাদের অভিজ্ঞতা সীমিত। ফলে স্টেকহোল্ডারদের মতামত উপেক্ষা করে কোনো আইন সংশোধন করা হলে তা খাত সংস্কারের পথে বাধা সৃষ্টি করতে পারে।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!