• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

২৫০০ কোটি টাকার সুকুক ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৪, ২০২৫, ০৪:১৩ পিএম
২৫০০ কোটি টাকার সুকুক ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশে ইসলামী অর্থব্যবস্থার বিকাশে বাংলাদেশ সরকারের বিনিয়োগ সুকুক-এর অর্থায়নে নোয়াখালী, লক্ষীপুর ও ফেনী জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২ হাজার ৫০০ কোটি টাকার ইজারা বাবদ ৭ম সুকুক ইস্যু করা হয়েছে।

৭ বছর মেয়াদি এ সুকুকটি ইস্যুর সিদ্ধান্ত চূড়ান্ত করার বিষয়টি সোমবার (০৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানায়, এই সুকুক থেকে প্রাপ্ত অর্থ দেশের মাইক্রো ফাইন্যান্স খাতের উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সহায়তা, নারী উন্নয়ন এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে বিনিয়োগ করা হবে। এতে দেশের সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত করবে।

এর আগে মোট ২৪ হাজার কোটি টাকার ছয়টি সুকুক ইস্যু করা হয়েছে। সুকুকের লক্ষ্য হিসাবে সামাজিক উন্নয়ন ও টেকসই অর্থনীতির লক্ষ্যে বাস্তবায়িত হবে।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!