• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হঠাৎ স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৪, ২০২৫, ০৬:৫৭ পিএম
হঠাৎ স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী

ছবি: প্রতীকী

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ফের বাড়তে শুরু করেছে। মঙ্গলবার দিনের শুরুতে কিছুটা পতনের পর বাজার চাঙ্গা হতে থাকলে আবারও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়। তবে আগের সর্বোচ্চ রেকর্ড ছোঁয়ার মতো অবস্থায় এখনো পৌঁছায়নি, বরং সামগ্রিকভাবে বাজার কিছুটা নিম্নমুখী রয়েছে।

দিনের মাঝামাঝি সময়ে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ৩,৯৯৬.৬৮ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে এটি ০.৯ শতাংশ কম ছিল। এছাড়া ডিসেম্বর সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচার আউন্সপ্রতি ৪,০০৭.৭০ ডলারে স্থিত হয়।

বিশ্লেষকরা মনে করছেন, সোনার দাম ৪,০০০ ডলারের আশপাশে অবস্থান করছে। আগামী কয়েক সপ্তাহের মার্কেট পরিস্থিতি সোনার ঊর্ধ্বমুখী প্রবণতা বা বড় সংশোধনের দিক নির্ধারণ করবে। সুইসকোটের বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা জানান, শক্তিশালী মার্কিন ডলার ও ঋণের ইল্ড বৃদ্ধিও সোনার দামের ওপর প্রভাব ফেলছে। বিনিয়োগকারীরা মার্কিন অর্থনৈতিক তথ্যের দিকে তাকিয়ে সুদের হারের ভবিষ্যৎ ভাবছে।

গত তিন মাসে ডলারের মান সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো নিয়ে বিভাজন এবং বিনিয়োগকারীদের অনিশ্চয়তার কারণে বাজারে সোনার দাম ওঠানামা করছে। কে-সিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ডলারের শক্তি স্বর্ণের জন্য বাধা হিসেবে কাজ করছে। বিনিয়োগকারীরা এখন বছরের শেষে আরও একটি সুদের হার কমানোর সম্ভাবনা পুনর্মূল্যায়ন করছেন।

গত সপ্তাহে ফেড এই বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার কমিয়েছে। তবে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন, আরেকটি হার কমানো এখনই নিশ্চিত নয়। বর্তমানে বিনিয়োগকারীরা ডিসেম্বর মাসে সুদের হার কমার সম্ভাবনা ৬৫ শতাংশ হিসেবে ধরছেন, যা পাওয়েলের বক্তব্যের আগে ৯০ শতাংশের বেশি ছিল।

এসএইচ 

Wordbridge School
Link copied!