• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হঠাৎ অর্থ মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৬, ২০২৫, ০৫:৫০ পিএম
হঠাৎ অর্থ মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ভয়েস ব্যবহার করে একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

রোববার (১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জরুরি সতর্কবার্তা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকে তাদের বিজ্ঞাপন ও প্রচার কার্যক্রমে অর্থ উপদেষ্টার ভিজ্যুয়াল ব্যবহার করে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করছে, যা সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। ভিডিওতে ব্যবহৃত বক্তব্য বা তথ্যের সঙ্গে অর্থ মন্ত্রণালয় বা ড. সালেহউদ্দিনের কোনো সম্পর্ক নেই। ধারণা করা হচ্ছে, ভিডিওটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে, যেখানে ভয়েস পরিবর্তন এবং ব্যাকগ্রাউন্ডে উপদেষ্টার ছবি ব্যবহার করে জনমনে ভুল ধারণা সৃষ্টি করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই ধরনের কর্মকাণ্ড উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ণ করে। ভুয়া ভিডিও অপসারণ এবং আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং নির্দেশ দিয়েছে যাচাই ছাড়া কোনও আর্থিক লেনদেনে অংশ না নেওয়ার জন্য। বিভিন্ন সময় এ ধরনের ভুয়া কনটেন্ট ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তাই সচেতন থাকা জরুরি।

এসএইচ 

Wordbridge School
Link copied!