• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রেমিট্যান্সে রেকর্ড উত্থান, নভেম্বরেই ছুঁতে পারে ৩ বিলিয়ন ডলার


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৩, ২০২৫, ০৯:০২ পিএম
রেমিট্যান্সে রেকর্ড উত্থান, নভেম্বরেই ছুঁতে পারে ৩ বিলিয়ন ডলার

ফাইল ছবি

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ বাড়তে থাকায় দেশের বৈদেশিক আয়ের চাকা ঘুরছে আরও দ্রুত। চলতি নভেম্বরের প্রথম ২২ দিনেই দেশে এসেছে ২ দশমিক ১৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয়, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪২ কোটি ডলার বেশি। এ ধারা মাসজুড়ে বজায় থাকলে নভেম্বরেই রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছুঁতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত বছর শুধু রমজান উপলক্ষে একবার ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল। এবার উৎসাহ–প্রণোদনা, ব্যাংকিং চ্যানেলের সক্রিয়তা আর বৈধ পথে টাকা পাঠানোর প্রবণতা বৃদ্ধির কারণে প্রবাসী আয় ধারাবাহিকভাবে বাড়ছে।

নভেম্বরের প্রথম ২২ দিনে দেশে ২১৩ কোটি ৫০ লাখ ডলার এসেছে, যা টাকায় দাঁড়ায় প্রায় ২৬ হাজার ৪৭ কোটি। প্রতিদিন গড়ে দেশে আসছে ৯ কোটি ৭০ লাখ ডলার বা ১ হাজার ১৮৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ৫০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে ২২ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২২৮ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১ হাজার ৬৫ কোটি ৩০ লাখ ডলার। অর্থবছরভিত্তিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩ শতাংশে।

চলতি অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স ছিল- জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ এবং অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার।

২০২৪–২৫ অর্থবছরের মার্চে রেমিট্যান্স ৩২৯ কোটি ডলারে পৌঁছেছিল, যা ছিল ওই অর্থবছরের সর্বোচ্চ আয়। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার-এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি ২৬ দশমিক ৮ শতাংশ।

এর আগের ২০২৩–২৪ অর্থবছরে দেশে এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার রেমিট্যান্স। ওই অর্থবছরের মাসওয়ারি আয় ছিল-জুলাইয়ে ১৯১.৩৭ কোটি, আগস্টে ২২২.১৩ কোটি, সেপ্টেম্বরে ২৪০.৪১ কোটি, অক্টোবরে ২৩৯.৫০ কোটি, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি, মার্চে ৩২৯ কোটি, এপ্রিলে ২৭৫ কোটি, মে মাসে ২৯৭ কোটি এবং জুনে ২৮২ কোটি ডলার।

প্রবাসী আয়ের ইতিবাচক এ প্রবাহ ধরে রাখতে ব্যাংকিং চ্যানেলের উদ্যোগ ও প্রণোদনা আরও শক্তিশালী হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরার সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএইচ 

Wordbridge School
Link copied!