• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারতের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় রাখতে সরকার আন্তরিক: অর্থ উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:৩২ পিএম
ভারতের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় রাখতে সরকার আন্তরিক: অর্থ উপদেষ্টা

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় রাখতে সরকার আন্তরিক বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি সরকার কোনোভাবেই চায় না।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে সম্পর্ককে রাজনৈতিক ও অর্থনৈতিক—এই দুই দৃষ্টিকোণ থেকে আলাদা করে বিবেচনা করা জরুরি। রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কূটনৈতিক ও সংবেদনশীল নানা বিষয় জড়িত থাকলেও অর্থনৈতিক ক্ষেত্রে বাস্তবতা ভিন্ন। উদাহরণ হিসেবে তিনি বলেন, ভারত থেকে চাল আমদানি না করে ভিয়েতনাম থেকে আনলে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, সাম্প্রতিক সময়ে যেসব ভারতবিরোধী বক্তব্য শোনা যাচ্ছে, সেগুলো রাজনৈতিক বক্তব্য এবং এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। বরং এসব বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তবে তিনি আশ্বস্ত করে বলেন, এসবের প্রভাব এখনো দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কে পড়েনি।

এ সময় তিনি স্পষ্ট করে বলেন, ভারতের সঙ্গে সম্পর্ককে তিক্ত করার পেছনে তৃতীয় কোনো দেশের ভূমিকা থাকলেও সরকার সে ধরনের ফাঁদে পা দেবে না।

এম

Wordbridge School
Link copied!