• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বছরের প্রথম দিনে পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১, ২০২৬, ১১:০২ এএম
বছরের প্রথম দিনে পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর

বছরের প্রথম দিনেই সংকটে থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর এলো। বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংক একীভূত করে নতুন ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করেছে। একই সঙ্গে সাধারণ আমানতকারীদের অর্থ ফেরত ও সুরক্ষার বিস্তারিত নীতিমালাও অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকেই সংকটে থাকা ব্যাংকগুলোর আমানতকারীরা তাদের অর্থ উত্তোলন করতে পারবেন। একীভূত হওয়া পাঁচটি ব্যাংক হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক।

এই পাঁচ ব্যাংকের সব চলতি, সঞ্চয়ী ও স্থায়ী আমানত নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতিটি আমানতকারীর ২ লাখ টাকা পর্যন্ত আমানত সম্পূর্ণ সুরক্ষিত রাখা হয়েছে এবং এই অর্থ যে কোনো সময় উত্তোলনের সুযোগ থাকবে। এ জন্য আমানত সুরক্ষা তহবিল থেকে প্রয়োজনীয় অর্থ ইতোমধ্যে স্থানান্তর করা হয়েছে। কেউ টাকা উত্তোলন না করলে তিনি তার স্থিতির ওপর বাজারভিত্তিক মুনাফা পাবেন।

নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার ২০ হাজার কোটি টাকা সরকার সরাসরি বিনিয়োগ করেছে। বাকি ১৫ হাজার কোটি টাকা ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির স্থায়ী আমানত এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক আমানতকে শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধনে রূপান্তর করা হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, প্রভিডেন্ট ফান্ড, জয়েন্ট ভেঞ্চার, বহুজাতিক কোম্পানি ও বিদেশি দূতাবাস এই ব্যবস্থার বাইরে থাকবে।

রেজল্যুশন স্কিম অনুযায়ী, আমানতের পরিমাণভেদে টাকা ফেরতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। যাদের আমানত ২ লাখ টাকা পর্যন্ত, তারা আজ থেকেই পুরো অর্থ তুলতে পারবেন। ২ লাখ টাকার বেশি আমানতের ক্ষেত্রে প্রথম ২ লাখ টাকা তাৎক্ষণিক উত্তোলনযোগ্য। এরপর প্রতি অতিরিক্ত ১ লাখ টাকা তিন মাস অন্তর উত্তোলন করা যাবে। অবশিষ্ট অর্থ ২৪ মাস পর উত্তোলনের সুযোগ থাকবে।

স্থায়ী আমানত বা এফডিআরের ক্ষেত্রে মেয়াদ পূর্ণ হওয়ার আগে ভাঙানো যাবে না এবং সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। তিন মাস মেয়াদি এফডিআর তিনবার নবায়িত হবে। এক থেকে দুই বছর মেয়াদি আমানতকে তিন বছর মেয়াদি হিসেবে গণ্য করা হবে। চার বছরের বেশি মেয়াদি আমানত নির্ধারিত সময় শেষে উত্তোলনযোগ্য হবে।

এ ছাড়া ক্যানসার বা কিডনি ডায়ালাইসিসসহ গুরুতর রোগে আক্রান্ত আমানতকারীদের জন্য মানবিক বিবেচনায় বিশেষ সুবিধা রাখা হয়েছে। তারা চিকিৎসার প্রয়োজনে নির্ধারিত সীমার বাইরে গিয়েও অর্থ তুলতে পারবেন। টাকা উত্তোলনের ক্ষেত্রে ব্যক্তি আমানতকারীরা অগ্রাধিকার পাবেন। তবে প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৭ লাখ টাকার বেশি আমানত পাঁচ বছর মেয়াদে রূপান্তর করা হবে, যেখানে বার্ষিক ৩ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।

এম

Wordbridge School
Link copied!