• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

২০২৫ সালে রেমিট্যান্স এসেছে ৩২৮২ কোটি ডলার, কোন মাসে কত


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২, ২০২৬, ১১:২৩ এএম
২০২৫ সালে রেমিট্যান্স এসেছে ৩২৮২ কোটি ডলার, কোন মাসে কত

সদ্য সমাপ্ত ২০২৫ সালে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। বছরজুড়ে দেশে এসেছে মোট ৩ হাজার ২৮১ কোটি ৬৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা আগের বছর ২০২৪ সালের তুলনায় ৫৯২ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার বেশি। শতাংশের হিসাবে এই প্রবৃদ্ধি প্রায় ২২ দশমিক শূন্য ৪ শতাংশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের প্রতিটি মাসেই ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে। বছরের শুরু জানুয়ারিতে দেশে আসে ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার। ফেব্রুয়ারিতে এই অঙ্ক দাঁড়ায় ২৫২ কোটি ৭৬ লাখ ৫০ হাজার ডলারে। মার্চে রেমিট্যান্স বেড়ে হয় ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, যা বছরের অন্যতম সর্বোচ্চ মাসিক প্রবাহ।

এপ্রিল মাসে আসে ২৭৫ কোটি ২৩ লাখ ৩০ হাজার ডলার এবং মে মাসে ২৯৬ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ডলার। জুনে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৮২ কোটি ২৫ লাখ ৩০ হাজার ডলার। এরপর জুলাই ও আগস্টে যথাক্রমে ২৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার এবং ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার প্রবাসী আয় দেশে আসে।

সেপ্টেম্বরে রেমিট্যান্স বেড়ে দাঁড়ায় ২৬৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলারে। অক্টোবরে আসে ২৫৬ কোটি ২৪ লাখ ৪০ হাজার ডলার। নভেম্বরে প্রবাসীরা পাঠান ২৮৮ কোটি ৯৪ লাখ ৯০ হাজার ডলার। বছরের শেষ মাস ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহ আরও জোরালো হয়ে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলারে পৌঁছায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৬৮৮ কোটি ৮৪ লাখ ২০ হাজার ডলার। এর আগের বছর ২০২৩ সালে এই অঙ্ক ছিল ২ হাজার ১৯১ কোটি ৭১ লাখ ৫০ হাজার ডলার। ২০২২ সালে আসে ২ হাজার ১২৮ কোটি ৫৪ লাখ ১০ হাজার ডলার।

আরও পেছনে গেলে দেখা যায়, ২০২১ সালে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ২ হাজার ২০৭ কোটি ২৪ লাখ ৯০ হাজার ডলার এবং ২০২০ সালে এসেছিল ২ হাজার ১৭৪ কোটি ১৮ লাখ ৩০ হাজার ডলার।

এম

Wordbridge School
Link copied!