• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ থেকে


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩, ২০২৬, ০৯:০৭ এএম
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ থেকে

দেশের সবচেয়ে বড় পণ্য প্রদর্শনী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর শুরু হচ্ছে আজ (৩ জানুয়ারি) থেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে অবস্থিত স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি)-এ সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে।

এর আগে ১ জানুয়ারি মেলার উদ্বোধনের দিন নির্ধারিত থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়। ফলে দুই দিন পিছিয়ে আজ থেকে মেলা শুরু হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এবারের মেলায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর ও নেপালসহ একাধিক দেশের পণ্য প্রদর্শিত হবে।

মেলার লে-আউট পরিকল্পনা অনুযায়ী এবছর মোট ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট বরাদ্দ দেওয়া হয়েছে। এতে দেশীয় উৎপাদক ও রপ্তানিকারকদের পাশাপাশি সাধারণ ব্যবসায়ী এবং বিদেশি প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে।

পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে এবারের মেলায় পলিথিন ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে দর্শনার্থীদের জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহায়তায় স্বল্পমূল্যে পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হবে।

দর্শনার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খামারবাড়ি/খেজুরবাগান), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বিআরটিসির ২০০টির বেশি ডেডিকেটেড শাটল বাস চলাচল করবে।

উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে প্রতি বছর বছরের প্রথম দিনেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা হলেও ২০২২ সাল থেকে পূর্বাচলের বিবিসিএফইসি-কে স্থায়ী ভেন্যু হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবার পূর্বাচলে পঞ্চমবারের মতো এই আন্তর্জাতিক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। আয়োজক সূত্র জানিয়েছে, মেলা পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এম

Wordbridge School
Link copied!