• ঢাকা
  • বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

তিতুমীরে ভোলা জেলা ছাত্রকল্যাণের সভাপতি জিসান, সম্পাদক খোকন


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৮:১৮ পিএম
তিতুমীরে ভোলা জেলা ছাত্রকল্যাণের সভাপতি জিসান, সম্পাদক খোকন

ঢাকা: রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের ৩৬ সদস্য বিশিষ্ট আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী নূরউদ্দিন হোসাইন জিসান এবং এক‌ই বর্ষের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মীর খোকন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

দায়িত্বপ্রাপ্ত সভাপতি নূরউদ্দিন হোসাইন জিসান বলেন, দ্বীপ জেলা ভোলার শিক্ষার্থীদের একত্রিত করে এই সংগঠনকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই। আমরা শিক্ষার্থীদের জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী এক মাসের মধ্যে সকলকে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করব।

সাধারণ সম্পাদক মীর খোকন বলেন, আমাদের প্রধান লক্ষ্য ভোলার শিক্ষার্থীদের একত্রিত করে তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার দিকে নজর দেওয়া। আমরা ভোলার শিক্ষার্থীদের নিয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই এবং এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।

আইএ

Wordbridge School
Link copied!