ঢাকা : ঈদুল আজহা এবং গ্রীষ্মের ছুটি শেষে ২৩ দিন পর খুলেছে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলো। রোববার (২২ জুন) মাধ্যমিক বিদ্যালয়গুলোর ক্লাশ শুরু হয়েছে। একই দিনে ক্লাস শুরু হচ্ছে দেশের সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও।
তবে সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী মঙ্গলবার (২৪ জুন) খুলবে। এছাড়া মাদরাসা খুলে দেওয়া হবে বৃহস্পতিবার (২৬ জুন)।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কারিগরি ও মাদরাসা বিভাগের শিক্ষাপঞ্জি এবং স্ব স্ব অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
শিক্ষাপঞ্জি অনুযায়ী ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় টানা ২৩ দিন বন্ধ রাখা হয়। ঈদুল আজহার ছুটি শুরু হয়েছিল গত ১ জুন। তবে ছুটি শুরুর আগে সাপ্তাহিক বন্ধ পড়ায় সবশেষ ক্লাস হয়েছিল ২৯ মে।
দীর্ঘ এ ছুটি শেষ হয়েছে গত ১৯ জুন। ছুটি শেষে মাধ্যমিক বিদ্যালয়গুলো ২০ জুন খোলার কথা থাকলেও ওইদিন পড়ে শুক্রবার। ফলে শুক্র ও শনিবার দুদিনের সাপ্তাহিক ছুটি শেষে আজ রোববার থেকে পুনরায় মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে।