ফাইল ছবি
অন্তর্বর্তী সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বিএড স্কেল সমস্যা সমাধানের লক্ষ্যে এমপিও নীতিমালা সংশোধন করেছে। নতুন নীতিমালায় বলা হয়েছে, নিয়োগের পাঁচ বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করলে শিক্ষকরা উচ্চতর স্কেল (১০ম গ্রেড) পাবেন। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় ও অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করেও শিক্ষকরা এই স্কেল পাবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধীত নীতিমালায় ১১.৩ ধারায় উল্লেখ করা হয়েছে, নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে যোগদানের পাঁচ বছরের মধ্যে শিক্ষায় ডিগ্রি অর্জন করলে শিক্ষকরা বিএড স্কেল প্রাপ্য হবেন। তবে এই গ্রেড উচ্চতর স্কেল হিসেবে গণনা হবে না।
এ সংক্রান্ত এক কর্মকর্তা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউজিসির অনুমোদিত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে বিএড করলে শিক্ষকরা উচ্চতর স্কেল পাবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তালিকা সময়ের সাথে হালনাগাদ হয়ে ওয়েবসাইটে প্রকাশিত হবে।
জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ৯২টি কলেজের বিএড ডিগ্রির মান একই হলেও আগে শুধুমাত্র ২৩টি কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জনকারীদেরই বিএড স্কেল দেওয়া হতো। এই সীমাবদ্ধতার কারণে অসংখ্য শিক্ষক স্কেলবঞ্চিত হচ্ছিলেন। অভিযোগ ছিল, আদালতের রিটের ভুল ব্যাখ্যা দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই ২৩ কলেজের বাইরে স্কেল দিতে বাধা দিয়েছিলেন।
এবার এমপিও নীতিমালা সংশোধনের ফলে অবশেষে এসব অসংখ্য শিক্ষকের বিএড স্কেল সমস্যার সমাধান হওয়ার আশা তৈরি হয়েছে। নতুন নীতিমালার প্রকাশ যে কোনো সময় হতে পারে।
এসএইচ







































