• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আইইবির তড়িৎ প্রকৌশল বিভাগের ষষ্ঠ বার্ষিক পেপার উপস্থাপন অনুষ্ঠান উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:৪১ পিএম
আইইবির তড়িৎ প্রকৌশল বিভাগের ষষ্ঠ বার্ষিক পেপার উপস্থাপন অনুষ্ঠান উদ্বোধন

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)–এর তড়িৎ প্রকৌশল বিভাগের উদ্যোগে ষষ্ঠবারের মতো বার্ষিক পেপার উপস্থাপন অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় আইইবির রমনা প্রধান কার্যালয়ের সেমিনার হলে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

আইইবির প্রেসিডেন্ট ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)–এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রেজাউল ইসলাম রিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম, নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার ইকবাল এবং আইইবির তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, বর্তমান বিশ্বে শিল্প ও প্রকৌশল খাত দ্রুত পরিবর্তন ও রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের গবেষক, প্রকৌশলী, শিক্ষাবিদ ও তরুণ উদ্ভাবকদের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলন জ্ঞান বিনিময় ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

তিনি বলেন, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স প্রকৌশলের সমসাময়িক গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট গ্রিড, অটোমেশন ও ডেটা কমিউনিকেশনসহ বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র উপস্থাপনের মাধ্যমে এ আয়োজন ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদার করা অপরিহার্য। এই প্রেক্ষাপটে আইইবির ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের এ উদ্যোগ প্রশংসার যোগ্য। তিনি আশা প্রকাশ করেন, APMEE 2025–এ উপস্থাপিত গবেষণা ও ধারণাগুলো শুধু একাডেমিক অঙ্গনেই সীমাবদ্ধ থাকবে না; বরং শিল্পখাত, নীতি প্রণয়ন ও জাতীয় উন্নয়ন পরিকল্পনায় বাস্তব প্রয়োগের সুযোগ সৃষ্টি করবে।

সভাপতির বক্তব্যে আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. রেজাউল ইসলাম রিজু বলেন, তড়িৎ প্রকৌশল বিভাগের এই আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং প্রকৌশলভিত্তিক প্রয়োগিক ক্ষেত্রে দেশ ও জাতির কল্যাণে আরও বেশি অবদান রাখবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইবির সেক্রেটারি জেনারেল অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাব্বির মোস্তফা খান। বিভাগের সেক্রেটারি ইঞ্জিনিয়ার উমাসা উমায়ুন মনি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শেষাংশে ধন্যবাদ জ্ঞাপন করেন ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মনিরুল মওলা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন খাতের গবেষক, শিক্ষার্থী এবং শিল্পখাতের প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।
এম

Wordbridge School
Link copied!