• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এবার নিজের বিয়ের খবর প্রকাশ করলেন অপূর্বর সাবেক স্ত্রী


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ২, ২০২১, ১২:৫০ পিএম
এবার নিজের বিয়ের খবর প্রকাশ করলেন অপূর্বর সাবেক স্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা : নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক অপূর্ব বিয়ে করছেন আজ। তার হবু স্ত্রীর নাম শাম্মা দেওয়ান। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। পারিবারিক আয়োজনে আজ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন এই তারকা।

অপূর্বর বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তার প্রাক্তন স্ত্রী নাজিয়া হাসান অদিতি। তিনি লিখেছেন, ‘চার বছরের প্রেম সফল হলো, মাশাআল্লাহ্! নব বিবাহিতদের জন্য শুভ কামনা।’ অপূর্বকে ইঙ্গিত করেই তার এই কথা, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এদিকে, নাজিয়া হাসান অদিতিও তার আগেই বিয়ে করেছেন। চলতি বছর জানুয়ারিতে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। 

অদিতির ভাষ্য, ‘অপূর্বর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের এক বছরেরও বেশি সময় পর বিয়ে করেছি আমি। সেটা পারিবারিকভাবেই। অপূর্বর সঙ্গে আমার ৬ মাস সেপারেশন থাকার পর ডিভোর্স পেপারে সাইন করি। সেটা ২০১৯ সালের আগস্ট মাসে। আর আমরা ডিভোর্সের নিউজ প্রকাশ করি ২০২০ সালের মে মাসে। আমার দ্বিতীয় বিয়ের কাবিন হয় ২০২১ সালের জানুয়ারিতে।’

অপূর্বর বিয়ে সংবাদ প্রকাশ্যে আসার পরই কেন নিজের বিয়ে খবর জানালেন? এমন প্রশ্নে অদিতি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, আমার নামে গুজব ছড়ানো হচ্ছে। আমি নাকি পরকীয়া করে বিয়ে করেছি। সেটা পরিষ্কার করতেই সংবাদটি জানালাম।’

জানা গেছে, অদিতির বর্তমান স্বামীর নাম মাহবুব পারভেজ। তিনি কর্পোরেট অঙ্গনে চাকরি করেন। অদিতি জানান, বিচ্ছেদের প্রায় এক বছর পর পারভেজের সঙ্গে তার পরিচয় হয়। তার পরিবারও পারভেজকে ভীষণ পছন্দ করেন। সেই সুবাদেই তারা বিয়ে করেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!