• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মুক্তির আগেই ২৫০ কোটি রুপি আয় প্রভাস-পূজার ‘রাধে শ্যাম’


বিনোদন ডেস্ক ফেব্রুয়ারি ৭, ২০২২, ০১:৪৪ পিএম
মুক্তির আগেই ২৫০ কোটি রুপি আয় প্রভাস-পূজার ‘রাধে শ্যাম’

ঢাকা : গত বছরের নভেম্বরে ট্রেলার মুক্তির পর থেকেই বলিপাড়ায় প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত প্রেম-কাহিনি ‘রাধে শ্যাম’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় পিছিয়ে যায় ছবির মুক্তির।

চলতি বছরের ১৪ জানুয়ারি পর্দায় আসার কথা ছিল ‘রাধে শ্যাম’র। কিন্তু করোনার সাম্প্রতিক স্ফীতির কারণে এসএস রাজামৌলির পরিচালনায় রামচরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট, অজয় দেবগণ অভিনীত ‘আরআরআর’র মতোই পিছিয়ে যায় ‘রাধে শ্যাম’র মুক্তির দিন ক্ষণ।

রাধে শ্যাম ভারতে নির্মিত বিপুল বাজেটের ছবিগুলির মধ্যে একটি। যার ফলে মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতি নিয়ে বেশ চিন্তায় ছিলেন পরিচালক রাধাকৃষ্ণ কুমার।

তবে এখন দেশে করোনা সংক্রমণ কিছুটা স্তিমিত হওয়ায় ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করলেন ছবি নির্মাতারা। গত বুধবার নেটমাধ্যমে জানানো হয়েছে, আগামী ১১ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি।

এদিকে ছবি মুক্তির আগের ২৫০ কোটি রুপি ঘরে তুলে নিয়েছে ‘রাধে শ্যাম’। শুধু মাত্র টেলিভিশন ও ডিজিটাল স্বত্ব বিক্রি করেই নাকি মোটা অঙ্ক ইতিমধ্যে প্রযোজকদের ঘরে ঢুকে গেছে।

কিছুদিন আগেই কানাঘুষো শোনা গিয়েছিল, একটি ওটিটি সংস্থা ‘রাধে শ্যাম’ ছবির জন্য ৪০০ কোটি রুপিও দিতে চেয়েছিল প্রযোজকদের। যদিও তা কোনও পক্ষ থেকেই নিশ্চিত করা হয়নি।

‘বাহুবলী’ ছবির পর দেশের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে প্রভাস একজন। তার মুখ চেয়েই আগে পর্দায় মুক্তি চাইছেন নির্মাতা, এমনটাই জানিয়েছিলেন রাধে শ্যামের সঙ্গে যুক্ত এক সূত্র।

এই ছবি নিয়ে আরও একটি গুজব রটেছে বলিপাড়ায়, রাধে শ্যামে অভিনয়ের জন্য প্রযোজকদের কাছ থেকে নাকি ১০০ কোটি রুপি চেয়েছেন প্রভাস।

শুধু তাই নয়, পর্দায় মুক্তির মুনাফা থেকেও নাকি কিছু অংশ চেয়েছেন অভিনেতা। যদিও এ বিষয়ে মুখ খোলেননি অভিনেতা ও নির্মাতারা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!