ঢাকা : চলতি মাসের ১০ তারিখ এক বছর পূর্ণ হতে যাচ্ছে চিত্রনায়িকা পরীমণি ও শরিফুল রাজ দম্পতির একমাত্র ছেলে রাজ্যর। এ উপলক্ষে ঢাকার এক পাঁচ তারকা রেস্তোরাঁয় জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হবে তার জন্মদিন। তবে তার আগেই স্বামীর উদ্দেশে কড়া বার্তা নায়িকার।
পরীমণি একা হাতে সব দিক সামলালেও দেখা নেই রাজ্যের বাবা রাজের। গত কয়েক দিন ধরেই তিনি দেশে নেই। সম্প্রতি ছেলের জন্মদিন প্রসঙ্গে গণমাধ্যমে পরী বলেন, ‘বাবা হিসাবে রাজ কোনো দায়িত্বই পালন করল না। বিষয়টি দুঃখজনক। রাজ্য বড় হয়ে যখন জানতে পারবে, তার প্রথম জন্মদিনে বাবা পাশে ছিল না, তখন সেটা রাজ্যের জন্যেও যথেষ্ট কষ্টের এবং দুঃখজনক হবে।’
আক্ষেপের সুরে পরীমণি বলেন, ‘ছেলের জন্মদিনের আয়োজনে বাবা হিসাবে একটা ফোন করে পরামর্শ দিতে পারত, করল না। দেশের বাইরে যাওয়ার পর আমিই নিজে থেকেই কয়েক বার ফোন করেছি তাকে। পাল্টা ফোন আসেনি তার তরফে। শুনেছি তার স্মার্টফোনটি হারিয়ে গেছে। কিন্তু তার আরও একটি ফোনও আছে। সেই নম্বরেও ফোন করেছি, ধরেনি। ফিরতি ফোনও করেনি।’’
সবশেষে তিনি বলেন,‘এখন আমি চাই না, রাজ আমার ছেলের জন্মদিনে আসুক।’
এমটিআই







































