• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মুম্বাইতে গিয়ে শাহরুখ খানকে দুষলেন আরিফিন শুভ!


বিনোদন ডেস্ক অক্টোবর ২৯, ২০২৩, ০৭:২৯ পিএম
মুম্বাইতে গিয়ে শাহরুখ খানকে দুষলেন আরিফিন শুভ!

ঢাকা : ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রচারে এখন মুম্বাইতে অবস্থান করছেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ। গত বৃহস্পতিবার কলকাতায় ছিল ছবিটির প্রিমিয়ার। নিজের ছবির প্রচারে মুম্বাই পা রেখেই শাহরুখ খানকে দোষারপ করলেন অভিনেতা!

বাংলাদেশি অভিনেতা হয়েও হিন্দিতে ভীষণ ভাবে সাবলীল আরিফিন শুভ। তিনি বলেন, ‘মুম্বাই এখন আমার দ্বিতীয় বাড়ির মতো। লোকেরা আমার নাম অরবিন্দ দিয়েছে এখানে। ভালোবেসে আমাকে অরবিন্দ বলে এবং আমি বলি, হ্যাঁ হ্যাঁ। আমি তাতে সম্মতি দিই। মুজিব টিম এবং কলাকুশলীদের সঙ্গে চার বছর কাটানোর পর, আমি এখানে নিজের বাড়ির মতো অনুভব করছি।’

তবে সাবলীলভাবে হিন্দি কথা বলতে পারার পিছনে কার অবদান, এমন প্রশ্নে অভিনেতা বলেন, ‘দয়া করে মিস্টার শাহরুখ খান এবং সব বলিউড তারকাকে দোষ দিন।’ যদিও বিষয়টি মজা করেই বলেছেন তিনি।

অভিনেতা নিজেই স্বীকার করেন বাংলাদেশে হিন্দি সিনেমার ব্যাপক প্রভাব। তার কথায়, ‘আমি অনেক সিনেমা দেখি। আমার বাবা ইউসুফ সাহেবের (দিলিপ কুমার) ভক্ত। আমরা রেডিওতে বলিউডের পুরনো গান শুনতাম, তার সঙ্গে সাদা-কালো ছবি দেখতাম। আমি ‘শোলে’ থেকে ‘জওয়ান’, ‘পাতাল লোক’-সহ সব কিছুই দেখেছি। আজকাল প্রযুক্তির কারণে কোনও ফাঁক নেই, এটি একটি বৈশ্বিক গ্রাম এবং আমি নিজেকে ভারতের খুব কাছাকাছি অনুভব করি।’

এমটিআই

Wordbridge School
Link copied!