• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০

প্রেগন্যান্ট হওয়ায় অভিনয় ছেড়ে দেওয়ার গুঞ্জন, মুখ খুললেন অহনা


বিনোদন প্রতিবেদক ডিসেম্বর ৫, ২০২৪, ১১:৫৭ এএম
প্রেগন্যান্ট হওয়ায় অভিনয় ছেড়ে দেওয়ার গুঞ্জন, মুখ খুললেন অহনা

ঢাকা: মাসখানেক আগেই এক সাক্ষাৎকারে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমান জানান, খুব শিগগিরই অভিনয় জগতকে বিদায় জানাচ্ছেন তিনি। ২০২৫ সাল থেকেই মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে দেবেন। একটা সময়ে পুরোপুরিই বন্ধ করে দেবেন।

অভিনেত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আর অহনা রহমান হতে চাই না। অনেকদিন কাজ করেছি, এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই। আমাকে অনেক বছর দেখলেন আর কত, অনেক ভালো অভিনেত্রী-অভিনেতারা আসছেন তাদেরও দেখা উচিত।’

অহনার শোবিজাঙ্গন ছাড়ার খবরে ভক্তদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে আবারও সংবাদমাধ্যমে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। 

তিনি বলেন, তার বক্তব্যে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বা ভক্তরা পুরো সাক্ষাৎকারটা না দেখেই বিভিন্ন মন্তব্য করেছে। অহনা জানালেন আরও এক বিস্ফোরক তথ্য! অভিনেত্রীর শোবিজাঙ্গন ছাড়ার খবরে অনেক নেটিজেন নাকি দাবি করেছেন, তিনি প্রেগন্যান্ট। 

বিষয়টি তুলে ধরে অহনা বলেন, ‘আমার কাজ কমিয়ে দেওয়ার খবরে অনেকেই অনেক রকমের মন্তব্য করেছে। এর মধ্যে কারো ধারণা, আমি প্রেগন্যান্ট। কেউ লিখেছেন, প্রেগন্যান্ট তো সেজন্য অভিনয় ছেড়ে দিচ্ছে। কেউ বলেছেন, বাচ্চাকাচ্চা নেবেন তো সে কারণেই এই সিদ্ধান্ত।’

অভিনেত্রী পরিষ্কার করলেন, ‘ধীরে ধীরে কাজ কমিয়ে দেওয়া হবে। ২০২৫ সালে পারত পক্ষে কাজ করা হবে না, আর কাজ করলেও খুব কম করা হবে।’

অভিনয় থেকে বিরতির নেওয়ার কারণ বিয়ের পরিকল্পনা কি না, এমন প্রশ্নে অভিনেত্রীর সরাসরি উত্তর- নাহ বিয়ে করছি না। কারণ প্রেম-ভালোবাসা এখন আর বিশ্বাস করি না। সে কারণে বিয়ে নিয়েও ভাবি না। 

অহনা বলেন, ‘বিয়ের জন্য একটা সময় মা অনেক চাপ দিয়েছে। কিন্তু সে যখন বুঝেছে, আমি কিছু নিয়ে কষ্ট পেয়েছি, তারপর থেকে আর চাপ দিচ্ছেন না।’

ইউআর
 

Wordbridge School
Link copied!