ঢাকা: আন্তর্জাতিকখ্যাতিসম্পন্ন শিল্পী পার্বতী বাউলকে আমেরিকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। মার্কিন প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তিনি জানিয়েছেন, সানফ্রান্সিসকো পৌঁছানোর পর তাকে যুক্তরাষ্ট্রে ঢুকতে বাধা দেওয়া হয় এবং শেষ পর্যন্ত ভারতে ফেরত পাঠানো হয়।
এই ঘটনায় তার নির্ধারিত কনসার্টটি বাতিলও করতে হয়েছে। ১৮ মে রবিবার সন্ধ্যা ৭টায় সানফ্রান্সিসকোতে তার একটি সংগীতানুষ্ঠান হওয়ার কথা ছিল। অনুষ্ঠানটি ছিল বিখ্যাত মার্কিন স্যাক্সোফোনিস্ট ও জ্যাজ সুরকার জর্জ ব্রুকসের সঙ্গে।
ধ্রুপদী সংগীত ও জ্যাজের ফিউশনে গড়া এই কনসার্টে বাউল গানের সুর তোলার কথা ছিল পার্বতীর।
পার্বতীর অভিযোগ, তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দিয়ে বিমানবন্দর থেকেই ভারতে ফেরত পাঠানো হয়েছে। এই অপমানজনক আচরণে ক্ষুব্ধ শিল্পী ফেসবুকে বিষয়টি প্রকাশ্যে আনেন। পাশাপাশি অনুষ্ঠানটির পরিবর্তিত সময়ও জানান তিনি।
ঘটনার পর শিল্পীর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েন। মার্কিন প্রশাসনের এমন আচরণের নিন্দাও জানিয়েছেন অনেকে। প্রশ্ন তুলেছেন, কেন একজন খ্যাতিমান আন্তর্জাতিক শিল্পীর সঙ্গে এমন দুর্ব্যবহার করা হলো?
ইউআর