• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা আর নেই


বিনোদন প্রতিবেদক মে ২৯, ২০২৫, ০৭:৪১ পিএম
খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা আর নেই

ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ২টায় বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পূর্বের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।  

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কার্যনির্বাহী সদস্য সনি রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সাঙ্কু পাঞ্জা ভাই বেশ কয়েক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। 

বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মরদেহ হাসপাতাল থেকে নারায়ণগঞ্জের রুপগঞ্জে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার দাফন সম্পূর্ণ করা হবে। 

‘রাজাবাবু’ সিনেমার শুটিংয়ে ক্রেনের উপর থেকে পড়ে গুরুতর জখম হয়েছিলেন খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা। তার মাথায় ও মুখে বেশ কিছু সেলাই দিতে হয়েছিল। তারপর থেকে নিয়মিত শুটিং করতে পারতেন না তিনি। সেই চিকিৎসা ভার বহন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল সাঙ্কু পাঞ্জাকে।

এ অভিনেতাকে চিকিৎসা বাবদ অনুদান হিসেবে ৫ লাখ টাকা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯৭ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন সাঙ্কু পাঞ্জা। তিনি প্রায় দুই শতাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন।
 
এআর

Wordbridge School
Link copied!