• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নেতানিয়াহুর গ্রেপ্তার চান অভিনেত্রী স্বরা ভাস্কর


বিনোদন ডেস্ক জুন ২৪, ২০২৫, ১২:৩১ পিএম
নেতানিয়াহুর গ্রেপ্তার চান অভিনেত্রী স্বরা ভাস্কর

ঢাকা: কয়েকদিন আগেই ফিলিস্তিনের সমর্থনে মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত এক সভার প্রচার করে ভারতীয়দের আক্রমণের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তবুও গাজাবাসীর জন্য আওয়াজ তুলতে পিছপা হননি তিনি।

একের পর এক পোস্ট দিয়ে ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন অভিনেত্রী। শুধু তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তিনি।

মূলত ইরানে আমেরিকার হামলার পরেই এমন দাবি নিয়ে হাজির হতে দেখা গেল স্বরাকে।

সম্প্রতি ইংল্যান্ডের রাজনীতিবিদ্‌ ক্লদিয়া ওয়েবে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ? সারা বিশ্বের শান্তি লঙ্ঘণ করার জন্য ইসরায়েলই সবচেয়ে বড় হুমকি। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হোক।

এই পোস্টে সমর্থন জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন স্বরা। শুধু তাই নয়, গাজার সমর্থনে ইসরায়েলের বিপক্ষে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন অভিনেত্রী।

এর আগে গাজা এবং সমগ্র ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত এক সভার আয়োজন করা হয়েছিল।

সমাজতান্ত্রিক দলগুলো—সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল, আরএসপি, সমাজবাদী পার্টি—সহ একাধিক বামপন্থী সংগঠনের উদ্যোগে আগামী ১৮ জুন মুম্বাই শহরে আয়োজিত হচ্ছে ওই সংহতি সভা। যেখানে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তোলা হবে।

এই কর্মসূচির পোস্টার নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন স্বরা। সেই পোস্টে তিনি লেখেন, মুম্বাই শহরের মানুষ, ১৮ জুন সকলে ফিলিস্তিনের জন্য উপস্থিত থাকবেন।
 

ইউআর

Wordbridge School
Link copied!