• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জামিন পেলেন নোবেল, সংসারে শিগগিরই আসছে নতুন অতিথি


বিনোদন ডেস্ক জুন ২৪, ২০২৫, ০৫:৫৬ পিএম
জামিন পেলেন নোবেল, সংসারে শিগগিরই আসছে নতুন অতিথি

ঢাকা: ধর্ষণ ও মারধরের অভিযোগে ডেমরা থানায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন আলোচিত সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহাবুব শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

মামলার বাদী ইসরাত জাহান প্রিয়াকে কারাগারে বসেই বিয়ে করার পাঁচ দিন পর জামিন পেলেন নোবেল। জামিন শুনানির দিন কড়া নিরাপত্তায় খোশ মেজাজে আদালতে উপস্থিত হন তিনি। কিছুক্ষণ পর সেখানে হাজির হন স্ত্রী প্রিয়াও। কাঠগড়ায় গিয়ে হাস্যোজ্জ্বলভাবে কথাবার্তা বলেন দুজনে।

শুনানিকালে বিচারক প্রিয়াকে প্রশ্ন করেন, নোবেলের জামিনে তার কোনো আপত্তি আছে কি না। জবাবে তিনি ‘না’ বলেন। উভয় পক্ষের আইনজীবীরাও জানান, ভুল বোঝাবুঝির ভিত্তিতে মামলা হয়েছিল এবং এখন বিষয়টি মীমাংসিত।

শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। এসময় নোবেল ও প্রিয়াকে একসঙ্গে দাঁড়িয়ে একে অপরের পরিবারের খোঁজ নিতে দেখা যায়। গারদে ফেরার সময়ও প্রিয়ার হাত ধরে আদালতের লিফটে ওঠেন নোবেল।

আদালত চত্বরে উপস্থিত সাংবাদিকদের জানানো হয়, নোবেল-প্রিয়ার সংসারে নতুন অতিথি আসছে খুব শিগগিরই। তাই নতুন জীবনের জন্য সবার দোয়া চেয়েছেন তারা।

এর আগে গত ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে বিয়েবন্ধনে আবদ্ধ হন নোবেল ও ইসরাত জাহান প্রিয়া। এ সময় দুই পরিবারের সদস্যরা সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। বিয়েতে দেনমোহর ধার্য হয় ১০ লাখ টাকা।

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা ও বিতর্ক। বিশেষ করে কারাগারে বিয়ে ও আদালতের অনুমতি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। যদিও জামিনের পর এখন পর্যন্ত গায়ক নোবেল কিংবা তার স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

আইএ

Wordbridge School
Link copied!