• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রথম সপ্তাহে কত আয় করলো ‘সিতারে জামিন পার’


বিনোদন ডেস্ক জুন ২৭, ২০২৫, ০১:০৮ পিএম
প্রথম সপ্তাহে কত আয় করলো ‘সিতারে জামিন পার’

ঢাকা: আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’ মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচক মহলে দারুণ সাড়া ফেলেছে। গত ২১ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবিটি ‘তারে জামিন পার’-এর মতোই দর্শকদের মন ছুঁয়েছে। যা বক্স অফিসেও তার প্রতিফলন ঘটিয়েছে। 

আমির খান ও জেনেলিয়া ডি’সুজা অভিনীত ছবিটি প্রথম সপ্তাহেই দুর্দান্ত সংগ্রহ করে নিয়েছে।

পরিচালক আর এস প্রসন্নর এই ছবিটি মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছে। বিশেষ করে আমির খানের অভিনয় আবারও দর্শকদের মুগ্ধ করেছে। ছবির গল্পে হাসি-কান্নার মিশেল থাকায় এটি একটি সম্পূর্ণ বিনোদনমূলক সিনেমা হিসেবে দর্শক মহলে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে। হল ফেরত দর্শকরাও ছবিটির ভূয়সী প্রশংসা করছেন।

প্রথম দিনেই ১০ কোটি ৭ লাখ টাকা আয় করে বক্স অফিসে নিজের আগমনী বার্তা দিয়েছিল ‘সিতারে জামিন পার’। স্যাকনিলকের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে  ছবিটি ৬.৭৫ কোটি টাকা আয় করেছে। সপ্তাহের মাঝামাঝি দিনের হিসাবে এটি মোটেই মন্দ নয়। সব মিলিয়ে প্রথম সপ্তাহের শেষে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৮৯.১৫ কোটি টাকা (প্রাথমিক হিসেব)।

‘সিতারে জামিন পার’ ছবিটি প্রযোজনা করেছেন আমির খান প্রোডাকশনস এবং অপর্ণা পুরোহিত। এই ছবিতে আমির খান একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন যিনি ১০ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে প্রশিক্ষণ দেন। ছবিতে অনেক নতুন মুখের অভিনয়ও প্রশংসিত হয়েছে, যারা তাদের চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছেন।

বক্স অফিসে ‘সিতারে জামিন পার’-এর এই জয়যাত্রা প্রমাণ করে, ভালো গল্প ও শক্তিশালী অভিনয় দিয়ে দর্শককে এখনো হলে ফেরানো সম্ভব। ছবিটি দ্বিতীয় সপ্তাহেও নিজেদের অবস্থান ধরে রাখতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়।

ইউআর

Wordbridge School
Link copied!