• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সিদ্ধান্ত সহজ ছিল না, তবুও পক্ষে দাঁড়িয়েছি: বাঁধন 


বিনোদন প্রতিবেদক জুলাই ১, ২০২৫, ০৫:৪৫ পিএম
সিদ্ধান্ত সহজ ছিল না, তবুও পক্ষে দাঁড়িয়েছি: বাঁধন 

ঢাকা: ঠিক একবছর আগে রক্তাক্ত জুলাইয়ের সাক্ষী হয়েছিল বাংলাদেশের জনগণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে এক হয়েছিল পুরো দেশ। রাজপথে নেমেছিল সাধারণ জনগণ। বিনোদন অঙ্গনের অনেক তারকারাও আন্দোলনে যুক্ত হয়েছিলেন, সে তালিকায় আছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাই তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম বর্ষপূর্তিতে নিজের অভিজ্ঞতা ও অনুভূতির কথা জানিয়েছেন তিনি।  প্রথমে সামাজিক মাধ্যমে, পরে রাজপথে সরব উপস্থিতি ছিল তার।

বাঁধন মঙ্গলবার (১ জুলাই)  নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বাঁধন লেখেন, ‘জুলাইয়ের সেই আন্দোলন আমার জীবনের এক মোড় ঘোরানো ঘটনা। সেটা আমাকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে, সাহস জুগিয়েছে। সেই সময় সিদ্ধান্ত সহজ ছিল না  তবুও আমি সেটাই করেছে। সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়েছি । কারণ আমি বিশ্বাস করি, অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা অন্যায়কে প্রশ্রয় দেয়ার মতোই অপরাধ।’

তিনি আরও বলেন, ‘আমরা তখন এক হয়েছিলাম এমন এক রাষ্ট্রের বিরুদ্ধে, যে রাষ্ট্র নিজের জনগণের করের টাকায় কেনা অস্ত্র তাক করেছিল সেই জনগণের দিকেই। বিনা কারণে মানুষ গ্রেপ্তার হচ্ছিল, অনেকে প্রাণ হারিয়েছিল। রিয়া মণির মতো শিশুদেরও রক্ষা করা যায়নি। তারা বুঝেই উঠতে পারেনি, তাদের কেন জীবন দিতে হচ্ছে।’

বাঁধন জানান, ‘আমরা এক হয়েছিলাম আমাদের অধিকার ও দেশের প্রতি ভালোবাসা থেকে। এই আন্দোলন আমাদের মনে নতুন স্বপ্নের বীজ বপন করেছিল। আমি এখনো সেই আশাকে আঁকড়ে ধরে আছি।’

অভিনেত্রীর ফেসবুক পোস্টটি অনেকেই শেয়ার করছেন। অনেকেই তার সাহসিকতার প্রশংসা করেছেন। এর আগেও বিভিন্ন সময় নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাঁধন। সমালোচনা করেছেন ক্ষমতাসীন সরকারের নানা পদক্ষেপের। তবে এই বর্ষপূর্তিতে তার কণ্ঠে ছিল আরও দৃঢ়তা ও আশার সুর। 

ইউআর

Wordbridge School
Link copied!