• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাকে কাজের মেয়ের সঙ্গে রাখতেন ডিপজল: পারভীন


বিনোদন ডেস্ক ডিসেম্বর ১১, ২০২৫, ০৬:৪৫ পিএম
মাকে কাজের মেয়ের সঙ্গে রাখতেন ডিপজল: পারভীন

ফাইল ছবি

ঢাকা: জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এলাকায় ‘দানবীর’ খেতাব পেলেও এবার পরিবারিক সম্পত্তি নিয়ে তিনি বিবাদে জড়ালেন। তার তিন বোন অভিযোগ করেছেন, পৈতৃক সম্পত্তি থেকে তাদের প্রাপ্য অংশ এখনো মেলেনি।

ডিপজল সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে লিখেছেন, ‘আল্লাহই সবকিছুর উত্তম বিচারক। যদি আইন অনুযায়ী তারা মালিক হন, তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই তারা পাবেন।’

তবে বোন পারভীন বেগম বলেন, ‘যে ভাই মায়ের জানাজার নামাজ পড়ে না, ওই ভাই বোনদের দেখবে? আমরা তার অংশ চাই না, যতটুকু পাই, সেটা চাই। তিন ভাই চল্লিশ বছর ধরে বাবার টাকা ব্যবহার করেছে। আমাদের মামলার বিষয়টি কোর্ট দেখবেন।’

পারভীন বেগম আরও বলেন, ‘আমার বাবা অনেক প্রোপার্টি রেখে গেছেন। তারা তিন ভাই-একসাথে তিনতলায় থাকে, মা আন্ডারগ্রাউন্ডে। কখনো তারা মা’কে ভাত খাওয়াইনি। তিন ভাইয়ের তিন হাজার কোটি, আমাদের চার বোনের দুই হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে। আমরা কোনোভাবেই ভুয়া দলিল স্বাক্ষর দেব না।’

অভিনেতার বিরুদ্ধে অভিযোগ উঠার পর ডিপজল জানান, আইন অনুযায়ী বোনদের সম্পত্তি বোঝানো হবে। তিনি বলেছেন, ‘যদি আইন অনুযায়ী তারা মালিক হন, তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই তারা পাবেন।’

রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু পারিবারিক বিতর্ক নয়, বরং বৃহৎ সম্পত্তি ও প্রভাব কেন্দ্রিত চাঞ্চল্যকর ঘটনা। দেশের বিনোদন জগতে এই সম্পত্তি-বিতর্ক নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!