• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিয়ের ৬ মাসে কিভাবে মা হলেন, জানালেন নেহা


বিনোদন ডেস্ক আগস্ট ২৬, ২০২৫, ১২:৩৭ পিএম
বিয়ের ৬ মাসে কিভাবে মা হলেন, জানালেন নেহা

ঢাকা: চুপিসারে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি। তাদের বিয়ের খবর যেমন আলোচনায় ছিল, তার চেয়েও বেশি সমালোচনা হয়েছিল প্রথম সন্তানের জন্ম নিয়ে। 

কারণ, বিয়ের মাত্র ৬ মাসের মাথায়ই কন্যা সন্তানের জন্ম দেন নেহা। তখন থেকেই নানা মহলে শুরু হয় কাটাছেঁড়া। অবশেষে এই প্রসঙ্গে সরাসরি মুখ খুললেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা ধুপিয়া বলেন, “আমি অঙ্গদকে বিয়ে করার ছয় মাসের মধ্যে কন্যাসন্তানের জন্ম দিই। কীভাবে এটা সম্ভব হলো, তা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। এখনও দেখি, কোন অভিনেত্রী বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েছেন তা নিয়ে সমালোচনা হয়। যাই হোক, আমি অন্তত নীনা গুপ্তা এবং আলিয়া ভাটের মতো অভিনেত্রীদের সঙ্গে একই সারিতে রয়েছি। সত্যি বলছি, এটা বিরক্তিকর।

অভিনেত্রীর মতে, সমাজ যতই এগিয়ে যাক না কেন, মাতৃত্ব নিয়ে এখনো প্রচলিত বদ্ধমূল ধারণার বদল হয়নি। 

তিনি বলেন, “মহিলাদের স্বাস্থ্য নিয়ে যেসব পুরনো ধারণা রয়েছে, সেগুলো বদলানো জরুরি। আমি চাই সচেতনতা তৈরি হোক। নারীদের বোঝানো দরকার যে তারা একা নন। এসব বিষয় আড়াল করে রাখার কিছু নেই। যতই আমার সমালোচনা করা হোক না কেন, আমি মুখ বন্ধ রাখব না।”

তবে নেহার এই খোলামেলা মন্তব্যের জবাবেও নিন্দুকেরা নানা কটু কথা শুনিয়েছেন অভিনেত্রীকে। কেউ বলেছেন, গর্ভধারণের বিষয়টি টের পেয়েই তড়িঘড়ি করে বিয়ে করেছেন এই জুটি। 

ইউআর

Wordbridge School
Link copied!