• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ছেলের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করলেন অপু বিশ্বাস


বিনোদন প্রতিনিধি অক্টোবর ১১, ২০২৫, ০১:৪৭ পিএম
ছেলের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করলেন অপু বিশ্বাস

ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আজ শনিবার (১১ অক্টোবর) উদযাপন করলেন জীবনের ৩৭তম জন্মদিন। দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করা এই তারকা ভক্তদের ভালোবাসায় ভাসলেন এবারের জন্মদিনে। তবে জন্মদিনের সবচেয়ে সুন্দর মুহূর্তটি ছিল তার একমাত্র ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কাটার সময়।

শুক্রবার মধ্যরাতে একটি ভিডিও প্রকাশ করেন অপু বিশ্বাস। দেখা যায়, একটি আকর্ষণীয় বেগুনি রঙের কেকের সামনে বসে আছেন অপু বিশ্বাস ও ছেলে আব্রাম। এ সময় মা কে শুভেচ্ছা জানায় সে; বলে ওঠে- মম? হ্যাপি বার্থডে। এরপর অপু ছেলেকে আদর দিয়ে কেক কাটার আয়োজনে চলে যান। তবে এ সময় ঘটে যায় একটি মজার ঘটনাও! ছোট্ট আব্রাম কেকে থাকা মোমবাতি ফু দিয়ে নেভাতে পারছিল না, তাই বার বার ফু দিচ্ছিল। পরে অপু এক ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেন এবং হেসে ওঠেন। বলেন, চলো এবার কেক কাটি। এরপর কেক কাটেন তারা; একে অপরকে খাইয়ে দেয়।এই ভিডিও অনুরাগীদের মাঝে ব্যাপক মন কাড়ে। তারকারা থেকে শুরু করে ভক্তরা মন্তব্যঘরে সমানতালে অপুকে শুভেচ্ছা জানান, ভালোবাসায় ভরিয়ে দেন মন্তব্যঘর।

উল্লেখ্য, অপু বিশ্বাসের প্রকৃত নাম অবন্তী বিশ্বাস। তার জন্ম ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে। তবে বর্তমান সময়ে শুধু অভিনয় ছাড়া বর্তমানে ফটোশুট এবং বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ক্যারিয়ারের পাশাপাশি প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে তার অতীত নিয়ে প্রায়ই আলোচনায় আসেন নায়িকা।

এদিকে, অপু বিশ্বাস ২০০৮ সালের ১৮ এপ্রিল অভিনেতা শাকিব খানকে গোপনে বিয়ে করেন। নানা ঘটনার জন্ম দিয়ে তাদের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর ২০১৭ সালে সেই বিয়ের কথা প্রকাশ্যে আনেন অপু। এ নিয়ে দুজনের দ্বন্দ্ব দেখা দেয়। অবশেষে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শাকিব-অপুর দাম্পত্য জীবনের ইতি ঘটে।

তবে ছেলে জয়কে সঙ্গে নিয়ে শাকিব-অপুকে আমেরিকায় একসঙ্গে দেখা যায় এবং ফের আলোচনায় আসেন দাম্পত্য জীবনে। তবে এবারের অপু বিশ্বাসের জন্মদিনের প্রহরে শাকিব খানের উপস্থিতি ছিলো কি না, তা নিয়েও ভক্তমহলে ছিলো প্রশ্ন-কৌতূহল।

এসআই

Wordbridge School
Link copied!