• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মোটা অঙ্কের অগ্রিম টাকা নিয়ে ফেরত দিচ্ছেন না তিশা, তবে...


বিনোদন ডেস্ক নভেম্বর ২৩, ২০২৫, ০৭:১০ পিএম
মোটা অঙ্কের অগ্রিম টাকা নিয়ে ফেরত দিচ্ছেন না তিশা, তবে...

ফাইল ছবি

দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। অনলাইনভিত্তিক ফ্যাশন হাউজ ‘অ্যাপোনিয়া’র সঙ্গে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মামলা কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক অঙ্গনেও তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও চরম অপেশাদারিত্বের অভিযোগ উঠেছে।

কলকাতার সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এ অভিনয়ের জন্য মোটা অঙ্কের অগ্রিম টাকা নেওয়া সত্ত্বেও তা ফেরত দিচ্ছেন না তিশা। সিনেমাটির প্রযোজক শরীফ খান জানিয়েছেন, ভিসা জটিলতার অজুহাত দেখিয়ে তিশা শেষ মুহূর্তে শুটিং থেকে সরে দাঁড়ান, তবে তদন্তে বেরিয়েছে ভিন্ন গল্প।

প্রযোজক জানান, তিশার অসহযোগিতা ও বারবার মিথ্যাচারের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। চরিত্রের জন্য প্রথমে ৩০ হাজার ভারতীয় রুপি অগ্রিম এবং পরে বাংলাদেশি ৪ লাখ ১২ হাজার টাকা দেওয়া হয়, যা ফেরত দিচ্ছেন না অভিনেত্রী।

ভিসা স্লট ও শিডিউল নিয়ে হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার কারণে প্রযোজককে শুটিং শিডিউল পরিবর্তন করতে হয়েছে, যা বড় ক্ষতির কারণ হয়েছে। তিশা শাকিব খানের ‘সোলজার’ সিনেমার জন্য কলকাতার কাজ পিছিয়ে দিতে চাইলে প্রযোজকের ধৈর্যের বাঁধ ভেঙে যায়।

প্রযোজক উল্লেখ করেন, “সিনেমা থেকে বাদ পড়ার পর তিনি আমার টাকাটা ফিরিয়ে দেননি। ডকুমেন্টস চাইলেও ২০-২৫ দিন ঘুরিয়ে ফেরত দিয়েছেন। টাকার বিষয়ে নীরব রয়েছেন।”

অন্যদিকে খায়রুল বাসারের পেশাদারিত্বের সঙ্গে তুলনা করলে দেখা যায় উল্টো চিত্র। খায়রুল বাসার নিজেই চরিত্র থেকে সরে দাঁড়ান এবং অগ্রিম টাকা ফেরত দেন। তিশার জায়গায় বর্তমানে উড়িষ্যার অভিনেত্রী শিবানী সঙ্গীতা নেওয়া হয়েছে।

পরপর প্রতারণার অভিযোগের কারণে তানজিন তিশার পেশাদারিত্ব ও বিশ্বাসযোগ্যতা নিয়ে ইন্ডাস্ট্রির মধ্যে প্রশ্ন তুলেছেন অনেকে। অভিনেত্রীর মন্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি যোগাযোগে আসেননি।

এসএইচ 

Wordbridge School
Link copied!