ফাইল ছবি
ঢালিউডে ফের পারিবারিক গুঞ্জনের ঝড় উঠেছে। চিত্রনায়িকা শবনম বুবলী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন, এমন খবর ছড়িয়ে পড়ায় শোবিজ অঙ্গনে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এর সঙ্গে স্বাভাবিকভাবেই উঠে এসেছে বড় প্রশ্ন, তাহলে কি ঢালিউডের সুপারস্টার শাকিব খান আবারও পিতা হতে যাচ্ছেন?
এই গুঞ্জন নিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে চলে আসেন শাকিব খানের প্রাক্তন স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে সাংবাদিকরা বুবলীকে ঘিরে চলা গর্ভাবস্থার গুজব এবং শাকিব খানের আবার বাবা হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন ছুড়ে দেন।
প্রশ্ন শুনে অবাক হয়ে অপু বিশ্বাস বলেন, ‘ওহ, সত্যি নাকি? আমি তো এসবের কিছুই জানি না। কী ঘটছে আসলে? আপনারা তো সব জায়গায় যান, আপনারাই বরং আমাকে একটু খুলে বলুন না!’
সোশ্যাল মিডিয়ার কথা উল্লেখ করে তিনি আরও যোগ করেন, ‘কাজের চাপে এখন আমি সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় নই। সেখানে কী ধরনের আলোচনা চলছে, সত্যি বলতে আমার জানার কোনো সুযোগ হয়নি।’
ব্যক্তিগত বিষয়ে মন্তব্য এড়িয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে অপু বলেন, ‘সেলিব্রিটিদের কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের আগ্রহ থাকা স্বাভাবিক। তবে ভাগ্য বা কর্মফল যাই বলুন, আমি কখনো অন্যের প্রাইভেট লাইফ নিয়ে কথা বলতে বা কাউকে টার্গেট করে মন্তব্য করতে পছন্দ করি না।’
শাকিব খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি অপু বিশ্বাস। আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি সহযোগিতা যিনি করেছেন, তিনি কিং খান শাকিব। এছাড়া আমার পরিচালক, প্রযোজক ও সহশিল্পীরাও ছিলেন। এসব ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন আমি বোধ করি না। বর্তমানে আমি সম্পূর্ণভাবে নিজের কাজেই মনোনিবেশ করেছি।’
প্রসঙ্গত, ২০০৮ সালে সিনেমার শুটিংয়ের সময় গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। আট বছর পর ২০১৬ সালে তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের জন্ম হয়। ২০১৭ সালে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসে অপুর মাধ্যমে। কিন্তু ২০১৮ সালে এই তারকা দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে।
এসবিআর







































