ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল বলেছেন, বাংলাদেশের মিডিয়া হাউজগুলোতে আওয়ামীপন্থী সাংবাদিক ৩২ শতাংশ।
সোমবার (৭ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে নিজস্ব এক জরিপের ফলাফল প্রকাশ করে এ দাবি করেন তিনি।
ফেসবুক পোস্টে মারুফ কামাল খান সোহেল লেখেন, বহু বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখিতেই কমবেশি জড়িয়ে আছি। কয়েক বছরের একটা গ্যাপ থাকা সত্ত্বেও ঢাকায় কর্মরত বেশিরভাগ সাংবাদিককেই আমি সরাসরি চিনি। সেই সুবাদে আমি ঢাকার সাংবাদিকদের রাজনৈতিক মত ও দল সংশ্লিষ্টতার ওপর মোটামুটি একটা জরিপ করেছি। তার ফলাফল এ রকম :
আওয়ামী লীগ ৩২ শতাংশ, জামায়াত ও অন্যান্য ইসলামী গোষ্ঠী ২৪ শতাংশ, বিএনপি ১৬ শতাংশ, বিভিন্ন বামপন্থী দল ১২ শতাংশ, এনসিপি ৮ শতাংশ, জাপা ৩ শতাংশ এবং অন্যান্য দলের ৫ শতাংশ।
তিনি আরও লেখেন, বিভিন্ন রাজনৈতিক দলসহ যারা সাংবাদিক ও সাংবাদিকতা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা উপরের চিত্রটি মাথায় রাখতে পারেন।
পিএস
*** প্রকাশিত মতামত লেখকের নিজস্ব ভাবনার প্রতিফলন। সোনালীনিউজ-এর সম্পাদকীয় নীতির সঙ্গে লেখকের এই মতামতের অমিল থাকাটা স্বাভাবিক। তাই এখানে প্রকাশিত লেখার জন্য সোনালীনিউজ কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না। এর দায় সম্পূর্ণই লেখকের।







































