• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অবৈধ প্রবাসীদের যে সুখবর দিল ওমান


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ৩১, ২০২৫, ০১:৪৪ পিএম
অবৈধ প্রবাসীদের যে সুখবর দিল ওমান

ঢাকা : আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছে, অবৈধভাবে বসবাসরত বিদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিতে ঘোষিত সাধারণ ক্ষমার সময়সীমা আরও পাঁচ মাস বাড়িয়েছে ওমান। সাধারণ ক্ষমার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে দেশটি।

বুধবার (৩০ জুলাই) রাতে আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান। 

আইন উপদেষ্টা তার পোস্টে বলেন, ওমানে অবস্থানরত অবৈধ প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৈধকরণের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, যারা নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে আইনি প্রক্রিয়ায় প্রবেশ করবেন, তাদের কোনো ধরনের আর্থিক জরিমানা গুনতে হবে না।

এ বিষয়ে ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ মানুষের অনুরোধ, নিয়োগকর্তাদের সুবিধা এবং উপকারভোগীদের স্বার্থ বিবেচনায় সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে অধিক সংখ্যক অভিবাসী শ্রমিক এবং প্রতিষ্ঠান বৈধতার আওতায় আসার সুযোগ পাবেন।

অধ্যাপক আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে প্রবাসীদের প্রতি আহ্বান জানান, যাদের বৈধ কাগজ নেই, তারা যেন সুযোগটি কাজে লাগান এবং প্রয়োজনে ওমানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন।

বর্তমানে ওমানে প্রায় ৭ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসীর বৈধ কাগজপত্র নেই, যারা দীর্ঘদিন ধরেই সাধারণ ক্ষমার সুযোগের অপেক্ষায় ছিলেন।

পিএস

*** প্রকাশিত মতামত লেখকের নিজস্ব ভাবনার প্রতিফলন। সোনালীনিউজ-এর সম্পাদকীয় নীতির সঙ্গে লেখকের এই মতামতের অমিল থাকাটা স্বাভাবিক। তাই এখানে প্রকাশিত লেখার জন্য সোনালীনিউজ কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না। এর দায় সম্পূর্ণই লেখকের।

Wordbridge School
Link copied!