ঢাকা : দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৯ জন।
বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এই চারজনের মৃত্যু হয়।
মৃতদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা এবং একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ১০২ জনের বয়স ০-২০ বছরের মধ্যে।
এদিকে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা বেশি। মোট ৩১৯ জনের মধ্যে ১৮৮ জন পুরুষ এবং ১৩১ জন নারী।
চলতি বছর সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ হাজার ৩৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৬৯ জনের।
পিএস







































