• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৮ জন


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ৭, ২০২৫, ০৬:১৪ পিএম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৮ জন

ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ৪০৮ জন ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল বুধবারও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়। আর হাসপাতালে ভর্তি হয় ৪২৮ জন। 

বৃহস্পতিবার প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৯৪ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরে। 

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ২২০ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ৭৯৯ জন। মারা গেছেন ৯৫ জন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

পিএস

Wordbridge School
Link copied!