• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

একসপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু ১২ জনের, হাসপাতালে ভর্তি ২২৪০


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ৭, ২০২৫, ০৭:৩৭ পিএম
একসপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু ১২ জনের, হাসপাতালে ভর্তি ২২৪০

ঢাকা : গত এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২৪০জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডেঙ্গুতে সর্বশেষ বৃহস্পতিবার আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এদিন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৮ জন।

এছাড়া গত ৬ আগস্ট ৩ জনের মৃত্যু হয়েছে। ওই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৮ জন; ৫ আগস্টও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৯ জন।

এছাড়া ৪ আগস্ট ভাইরাসটিতে প্রাণ গেল ২ জুনেরর, আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৫ জন; ৩ আগস্ট ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ প্রাণ হারায়নি। তবে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৩ জন; ২ আগস্ট ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে ২০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও ১৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

পিএস

Wordbridge School
Link copied!