• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টাইফয়েডের টিকা হালাল না হারাম, খোলাসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৩, ২০২৫, ০৫:২১ পিএম
টাইফয়েডের টিকা হালাল না হারাম, খোলাসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবি: প্রতীকী

ঢাকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সৌদি হালাল সেন্টারের নির্দেশনা অনুযায়ী, টাইফয়েড টিকা সম্পূর্ণ হালাল এবং নিরাপদ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকায় সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জানানো হয়েছে, বাংলাদেশে চলমান ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’-এর আওতায় নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী চার কোটি ৯০ লাখ শিশুকে বিনামূল্যে টিসিভি টিকা প্রদান করা হচ্ছে। 

ঢাকায় সিরডাপ মিলনায়তনে বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় জানানো হয়েছে, টাইফয়েড টিকা শিশুদের জন্য নিরাপদ এবং কার্যকর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইপিআই, ইউনিসেফ ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় চার কোটি ৯০ লাখ শিশুকে এক ডোজ টিসিভি টিকা প্রদান করা হবে।

সভায় প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, “বিশ্ব বিখ্যাত সাইন্টিস্টদের দ্বারা স্বীকৃত এবং বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত এই টিকাটি নিরাপদ ও কার্যকর। আমাদের উচিত প্রতিটি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া।”

সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ দীপিকা শর্মা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিম লিড ডা. সুধির যশি।

সভা থেকে জানানো হয়, বাংলাদেশ সরকার ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’-কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করছে। মাদ্রাসা ও স্কুলভিত্তিক টিকাদানসহ কমিউনিটির শিশুদেরও টিকা দেওয়া হচ্ছে। ১২ অক্টোবর ২০২৫ থেকে কার্যক্রম শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। এ পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৬৫ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হন এবং ১ লাখ ১০ হাজারের মৃত্যু ঘটে। ২০২১ সালে বাংলাদেশে চার লাখ ৭৮ হাজার মানুষ আক্রান্ত ও আট হাজার মৃত্যু হয়েছিল; এদের মধ্যে ৬৮ শতাংশ শিশু। বিশেষজ্ঞরা মনে করেন, টিকা গ্রহণের মাধ্যমে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং টাইফয়েডের গুরুতর জটিলতা থেকে সুরক্ষা পাওয়া যায়।

সভায় স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. নিজাম উদ্দিন আহমেদ এবং ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার ডা. রিয়াদ মাহমুদ বিষয়ভিত্তিক প্রেজেন্টেশন দেন।

এসএইচ

Wordbridge School
Link copied!