• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
হাইতির প্রেসিডেন্ট হত্যা

প্রধানমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ১৫, ২০২১, ১১:৪৬ এএম
প্রধানমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা : হাইতির প্রেসিডেন্ট হোভেনেল মোসে হত্যায় প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি'র বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেছেন দেশটির প্রধান কৌঁসুলি। সংশ্লিষ্টতা তদন্তে তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

গেল ৭ই জুলাই রাজধানী পোর্ট অউ প্রিন্সে নিজ বাসভবনে গুলিতে নিহত হন প্রেসিডেন্ট হোভেনেল মোসে।

মূল সন্দেহভাজন দেশটির বিচার বিভাগের এক কর্মকর্তা হত্যার পর থেকেই পলাতক। ফোন রেকর্ডে দেখা গেছে হত্যার কয়েক ঘণ্টা আগে মূল সন্দেহভাজনের সঙ্গে দুই বার ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী।

এর আগে গত মঙ্গলবারের মধ্যে সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে কি ধরনের যোগাযোগ হয় তার ব্যখ্যা চায় আদালত।  তবে এ সংক্রান্ত তথ্য দিতে ব্যর্থ হন আরিয়েল হেনরি।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!