• ঢাকা
  • শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জো বাইডেনের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২৫, ২০২১, ০১:৪৬ পিএম
জো বাইডেনের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক

ঢাকা : প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের বাইডেনের সঙ্গে মোদীর বৈঠক হয়।

নরেন্দ্র মোদী বৈঠকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব জোরদারে বীজ বপণ করা হয়েছে। এছাড়া করোনা মহামারি, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরকে আরও সুরক্ষিত করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মোদী। বাইডেনের সঙ্গে বৈঠকের পর কোয়াড সম্মেলনে যোগ দেবেন মোদী।

যুক্তরাষ্ট্রের আয়োজনে কোয়াড সম্মেলনে অংশ নিচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। করোনা ভ্যাকসিন, অবকাঠামো ও প্রযুক্তিগত সহযোগিতার উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে এবারের সম্মেলনে। কোয়াড সম্মেলনের পর বাইডেন সুগার সঙ্গেও আলাদা বৈঠক করবেন।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!