• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারতে বিমান বিধ্বস্ত, উপ-মুখ্যমন্ত্রীসহ পাঁচজন নিহত


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৮, ২০২৬, ১১:০৪ এএম
ভারতে বিমান বিধ্বস্ত, উপ-মুখ্যমন্ত্রীসহ পাঁচজন নিহত

ভারতের মহারাষ্ট্রের রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে পুনে জেলার বারামতীতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি- এনসিপি নেতা অজিত পাওয়ারসহ বিমানে থাকা মোট পাঁচজন নিহত হয়েছেন। 

ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ৬৬ বছর বয়সী এই প্রভাবশালী নেতার প্রয়াণে রাজ্যজুড়ে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।

জানা গেছে, অজিত পাওয়ারকে বহনকারী ব্যক্তিগত বিমানটি বারামতী বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় এই দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী সূত্র জানিয়েছে, অবতরণের ঠিক আগমুহূর্তে বিমানটি বিধ্বস্ত হয় এবং এতে আরোহী সবারই প্রাণহানি ঘটে। বিধ্বস্ত বিমানটি দিল্লির একটি চার্টার কোম্পানি ‘ভিএসআর’-এর মালিকানাধীন ‘লিয়ারজেট ৪৫’ মডেলের ছিল বলে ডিজিসিএ জানিয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী দলীয় কর্মসূচিতে যোগ দিতে অজিত পাওয়ার এই সফর করছিলেন। বিমানটিতে উপমুখ্যমন্ত্রী ছাড়া আরও চারজন যাত্রী ও ক্রু ছিলেন, যাদের কেউ জীবিত নেই বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে পিটিআই প্রকাশিত ছবিতে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতারা অজিত পাওয়ারের এই আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বারামতীর এই মর্মান্তিক ঘটনাটি মহারাষ্ট্রের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। সূত্র: দ্য হিন্দু।

এম

Wordbridge School
Link copied!