• ঢাকা
  • রবিবার, ০২ জুন, ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১

গাজায় ত্রাণ নিতে এসে নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৪, ২০২৪, ১০:২৭ এএম
গাজায় ত্রাণ নিতে এসে নিহত ৫

ঢাকা: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ নিতে এসে ইসরায়েলের হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন। গাজায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ এই তথ্য নিশ্চিত করেছ।

বুধবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে এই হামলা চালানো হয়। ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ্পি লাজারিনি বলেছেন, তাদের বিভিন্ন স্থাপনার ওপর হামলার মাধ্যমে ‘আন্তর্জাতিক মানবিক আইনের উপেক্ষা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।’

ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, তারা ‘সীমিত হামলা চালিয়ে’ হামাসের একজন কমান্ডারকে হত্যা করেছে। তারা বলেছে, ওই কমান্ডারের নাম মোহাম্মেদ আবু হাসনা। তিনি রাফাহ এলাকায় হামাসের সামরিক শাখায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনাকারী দলের একজন সদস্য।

গাজায় স্থল অভিযান শুরুর পর রাফাহতে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল।

এআর
 

Wordbridge School
Link copied!