• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ইস্তাম্বুলে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৯ জন নিহত


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২, ২০২৪, ০৯:৩৬ পিএম
ইস্তাম্বুলে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৯ জন নিহত

ঢাকা: তুরস্কের ইস্তাম্বুলে একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। দিনে সংস্কার কাজ চলার সময় সেখানে এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (২ এপ্রিল) শহরের গভর্নরের অফিস এই তথ্য জানিয়েছেন।

অগ্নিনির্বাপককর্মীরা ৩১টি গাড়ি নিয়ে ঘটনাস্থলে যান এবং কয়েক ঘণ্ট পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রকাশিত টেলিভিশন ফুটেজে দেখা গেছে, নাইটক্লাবের জানালা দিয়ে আগুন ও ধোঁয়ার কুণ্ডালি বেরিয়ে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়তে থাকে। কারণ আহতরাও অনেকে প্রাণ হারিয়েছেন।

গেইরেটেপ জেলায় অবস্থিত ১৬ তলা ভবনের নিচতলায় নাইটক্লাবের সংস্কার কাজ চলাকালীন আগুনের সূত্রপাত হয়। মূলত ভবনের গ্রাউন্ড ও আন্ডারগ্রাউন্ডে নাইটক্লাব ছিল। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে।

গভর্নর অফিস জানিয়েছে, আসল ঘটনা জানতে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছেন।

সূত্র: এএফপি

আইএ

Wordbridge School
Link copied!