• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি জেলেনস্কির, নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের ডাক


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ৯, ২০২৪, ০৮:১৬ এএম
প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি জেলেনস্কির, নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের ডাক

ঢাকা: ইউক্রেনের সবচেয়ে বড় শিশু হাসপাতালে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। হামলায় শিশু হাসপাতাল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকট শব্দে বিস্ফোরণের পর শিশু হাসপাতালটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধার অভিযান চলছে।

স্থানীয় সময় সোমবার হাসপাতালটিতে অতর্কিত রুশ হামলার নিন্দা জানিয়েছেন পশ্চিমা ও জাতিসংঘের নেতারা। ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। খবর আল জাজিরার।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র এটিকে 'বিশেষভাবে মর্মান্তিক হামলা' উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। ব্রিটেন, ফ্রান্স, ইকুয়েডর, স্লোভেনিয়া ও যুক্তরাষ্ট্রের অনুরোধে মঙ্গলবার নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসবে।

জেলেনস্কি বলেছেন, ক্যান্সারে আক্রান্ত শিশুদের জন্য আমাদের প্রধান চিকিৎসা কেন্দ্র কিয়েভের ওখমাতদিত হাসপাতালে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের পর রাজধানীতে সবচেয়ে ভারী হামলার অংশ ছিল এটি।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জেলেনস্কি লিখেছেন, রাশিয়ার সমস্ত অপরাধের জন্য অবশ্যই পুরোপুরি জবাবদিহি করতে হবে। মানুষের বিরুদ্ধে, শিশুদের বিরুদ্ধে এবং সাধারণভাবে মানবতার বিরুদ্ধে এই হামলা।

জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড বলেন, আমরা হাসপাতালে রাশিয়ার কাপুরুষোচিত ও বিকৃত হামলার জবাব দেব। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এই ক্ষেপণাস্ত্র হামলাকে 'যুদ্ধাপরাধ' বলে অভিহিত করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার 'নিষ্পাপ শিশুদের ওপর হামলাকে' 'জঘন্য কাজ' বলে নিন্দা জানিয়েছেন।

এমএস

Wordbridge School
Link copied!