• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জম্মু-কাশ্মীরে ভারতীয় ৩ সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক মে ৪, ২০২৫, ০৫:৪৬ পিএম
জম্মু-কাশ্মীরে ভারতীয় ৩ সেনা নিহত

ঢাকা: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৪ মে) সকালে রামবান জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে এই ঘটনা ঘটে।

নিহত সেনারা হলেন অমিত কুমার, সুজীত কুমার ও মান বাহাদুর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, দুর্ঘটনার কবলে পড়া সেনাবাহিনীর গাড়িটি মহাসড়ক থেকে ৭০০ ফুট গভীর খাদে পড়ে যায়। গাড়িটি জম্মু থেকে ন্যাশনাল হাইওয়ে ৪৪ ধরে শ্রীনগরের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মির পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করেছে। 

দুর্ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কি না তাৎক্ষণিক জানা যায়নি।

এআর 

Wordbridge School
Link copied!