• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১১, ২০২৫, ১২:৪০ পিএম
কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

ঢাকা: বাণিজ্য চুক্তির আলোচনার মধ্যেই কানাডার পণ্যে আরো ৩৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অন্যান্য বাণিজ্য অংশীদার দেশগুলোর সব পণ্যের ওপর ১৫ থেকে ২০ শতাংশ হারে বাড়তি শুল্ক বসানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক চিঠিতে ট্রাম্প কানাডার ওপর ওই বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন।

চিঠিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির উদ্দেশে ট্রাম্প লিখেছেন, এ শুল্কের বিরুদ্ধে কানাডা পাল্টা ব্যবস্থা নিলে শুল্কহার আরও বাড়ানো হবে।

সাম্প্রতিক সময়ে ট্রাম্প ও মার্ক কার্নির মধ্যে সম্পর্ক কিছুটা উষ্ণ হয়েছে বলে ধারণা করা হচ্ছিল। গত ৬ মে কার্নি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। এরপর গত মাসে কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনেও তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

এ নিয়ে গত সোমবার থেকে এখন পর্যন্ত ২০টির বেশি দেশের নেতাদের কাছে ট্রাম্পের পক্ষ থেকে শুল্ক আরোপসংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

গতকাল এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সব দেশকে চিঠি পাঠানোর দরকার নেই। আমরা আমাদের শুল্ক ঠিক করছি। যেসব দেশ এখনো চিঠি পায়নি, তারাও ১৫ থেকে ২০ শতাংশ শুল্ক দেবে, সেটা আমরা এখন ঠিক করব।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার জাপান ও দক্ষিণ কোরিয়ার ওপরও নতুন শুল্ক আরোপ করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে তামা আমদানির ওপরও বসিয়েছেন ৫০ শতাংশ শুল্ক।

ট্রাম্প মিয়ানমার থেকে আমদানি করা পণ্যের ওপর ৪০ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন। দেশটি এ হার কমাতে ট্রাম্পের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে। 

মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং ওয়াশিংটনে প্রতিনিধিদল পাঠানোর প্রস্তুতির কথা জানিয়েছেন।

এআর

Wordbridge School
Link copied!